শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
spot_img

মৌলভীবাজার সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী তাজ এর প্রার্থীতা স্থগিত

মৌলভীবাজার প্রতিনিধি: বহু জল্পনা কল্পনার দীর্ঘ শুনানির পর আপিল বিভাগ মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ তাজুল ইসলাম তাজের প্রার্থিতা স্থগিত ঘোষণা করছে মহামান্য হাইকোর্ট।

বুধবার (৫ই জুন) দীর্ঘ শুনানির পর বিচারক ইকবাল কবির ও আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান মোঃ কামাল হোসেন রীট আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজের প্রার্থীতা স্থগিত ঘোষণা করেছেন মহামান্য হাইকোর্ট।

এর আগে রোববার (১৯শে মে) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা -২ উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়।

লিখিত পত্র থেকে জানা যায় যে, আপিল বিভাগের সিপিএলএ নং ১৬০৮/২০২৪ এর ১৬মে ২০২৪ তারিখের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপে ২১ মে ২০২৪ তারিখে অনুষ্ঠেয় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ সংক্রান্ত অনুলিপি মৌলভীবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা, ওসি সহ সংশ্লিষ্টদের বরাবরে প্রেরণ করা হয়েছে।

তিমির বনিক/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর