শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
spot_img

কাউন্সিলরের বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার এক, দুই ও তিন নং ওয়ার্ডের পৌরসভার সবেক মহিলা কমিশনার দিলারা রহমানের বাসা থেকে গাড়ি চালক জগলু মিয়া (২৫)-র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ই জুন) পৌর শহরের এক নং ওয়ার্ডের সৈয়ারপুর এলাকার মাঝেরহাটি রোডের সাবেক কাউন্সিলর দিলারার নিজ বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার করা হয়।

জগলু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার সাত নং চাঁদনীঘাট ইউনিয়নের বর্শিজোড়া এলাকার মো. মোছাব্বির মিয়ার ছেলে বলে জানিয়েছেন স্থানীয় সূত্র মতে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক কাউন্সিলর দিলারা রহমানের বাসার তিনতলার জেনারেটরের পাশের রুমে গাড়ি চালক জগলু থাকতো। ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করেও তার কোন সাড়াশব্দ না পেয়ে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে।

ওসি নজরুল ইসলাম জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এজন্য ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিমির বনিক/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর