বুধবার, নভেম্বর ৬, ২০২৪
spot_img

মৌলভীবাজারে সবজির বাজার নাগালের বাহিরে

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন অজুহাতে কাঁচাবাজার সহ নিত্য পন্যের দাম বেড়েই চলছে। এর সাথে পাল্লা দিয়ে সবজি ৬০ টাকায় পটল,পেঁপে ও মিষ্টিকুমড়া ৪০। এক কেজি কাঁচামরিচ কিনতে খুচরা বাজারে দাম চাওয়া হচ্ছে ৪৫০-৬০০ টাকা। এমন অবস্থায় ভোগান্তিতে পড়তে হচ্ছে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত এবং স্বল্প আয়ের মানুষদের। নিত্য প্রয়োজনীয় শাকসবজির এমন অস্বাভাবিক দামে হিমসিম খেতে হচ্ছে তাদের। এরই মধ্যে পেঁয়াজের দাম খুচরা বাজরে ৯৫ থেকে ১০০ টাকা।

মঙ্গলবার বাজার ঘুরে দেখা যায় বড়লেখা হাজিগঞ্জ বাজারে, মানভেদে সবজির মধ্যে ৬০ টাকা কেজি দরে মিলছে কেবল পটল, পেঁপে আর মিষ্টি কুমড়া ৪০। এছাড়া বেগুন ৮০-১২০ টাকা, করলা ১০০ টাকা, শসা ১০০ টাকা, কাচ কলা হালি ৮০ টাকা, বরবটি-১২০-১৫০ টাকা, কচুর মুখি ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, কচুর লতি ৮০-৯০ টাকা, গাজর ১৬০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, ঝিঙা ৭০-৮০ টাকা, আলু ৬০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। আর প্রতি পিস লাউ, কুমড়া আকারভেদে ৮০ থেকে ১০০ টাকা দামে বিক্রি হচ্ছে। শাকসবজির দামও চড়া। পাটশাক, পালংশাকসহ আঁটি ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

কাঁচাবাজারের বাড়তি দামের কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, কয়েকটি জায়গায় বন্যা ও গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বাজারে সবজির পরিমাণ কম। যার কারণে বাড়তি দাম দিয়েই আড়ত থেকে সবজি কিনতে হচ্ছে। সেই প্রভাবই পড়েছে খুচরা বাজারে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, কাঁচাবাজারের এমন বাড়তি দামের কারণে চাহিদার তুলনায় কম বাজার করছেন তারা।
ভুক্তভোগী এক ক্রেতা জানান, ১০০ টাকার নিচে কোন সবজি নেই বাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা প্রতিদিন ট্রাক ট্রাক মালামাল নিয়ে আসেন৷ বিশেষ করে সবজি আড়তে আলু, পিয়াজ, ও সবজির সমারোহ। আড়তদারের কাছ থেকে খুচরা ব্যাবসায়ীরা কম দামে সবজি কিনে পৌর শহরের প্রধান সড়কে হাবিব মার্কেট এর সামনে বেশি দামে বিক্রি করেন। অনেকে স্থানীয় সবজি মনে করে বেশি দাম দিয়ে কিনে নেন। আসলে এগুলো বাইর থেকে নিয়ে আসা। বড়লেখা বাজার থেকে রাজধানী ঢাকা শহরে সবজির দাম কম। বড়লেখায় বাহিরের যারা চাকুরী করে তারা সবজি ও মাছ মাংশের দাম দেখে খুবই অবাক হয়। কাঁচাবাজারে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষের।

তিমির বনিক/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর