সোমবার, মে ২০, ২০২৪
spot_img

গাজায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ইসরাইলের ৬ সেনা ইঞ্জিনিয়ার

গাজা উপত্যকায় এক ভয়াবহ বিস্ফোরণে ইসরাইলি সামরিক বাহিনীতে কর্মরত ছয় ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। ওই বিস্ফোরণে আরো কয়েকজন আহত হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, একটি সুড়ঙ্গ ধ্বংস করার সময় ট্যাংকের গোলা বিস্ফোরিত হয়ে তারা নিহত হয়েছে। ইসরাইলি বাহিনী এ নিয়ে তদন্ত শুরু করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার ওই ইঞ্জিনিয়াররা সুড়ঙ্গ ধ্বংসের কাজে নিয়োজিত ছিল। এ সময় কাছে মোতায়েন একটি ট্যাংক থেকে পাশের একটি একটি ভবনে নড়াচড়া দেখে তাতে গোলা নিক্ষেপ করে। ট্যাংক থেকে নিক্ষেপ করা গোলাগুলোর একটি এ সময় এক বৈদ্যুতিক খুঁটিতে আঘাত হানলে সেটি কেনোভাবে ডেটোনেটিং কর্ডকে সক্রিয় করে ফেলে। এর ফলে সুড়ঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে সুড়ঙ্গ ধ্বংস করার কাজে নিয়োজিত ইঞ্জিনিয়াররা নিহত হয়।
নিহত ইঞ্জিনিয়ারা হচ্ছেন সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) গ্যাভরিয়েল ব্লুম, মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) অমিত শাহার, ক্যাপ্টেন (রিজার্ভ) ড্যানিস ক্রোকমালভ ভেকস্লার, ক্যাপ্টেন (রিজার্ভ) রন ইফরিমি, সার্জেন্ট মেজর (রিজার্ভ) আকিভা ইয়াসিস্কিই, মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) রোই আভরাহাম মাইমুন।

সোমবার গাজায় আরো তিন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। এর ফলে গাজায় স্থল হামলা শুরুর পর থেকে ইসরাইলি ভাষ্যানুযায়ী সৈন্য নিহত হয়েছে ১৮৫ জন।

অন্যদিকে ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গেছে।

সূত্র : টাইমস অব ইসরাইল

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর