সোমবার, মে ২০, ২০২৪
spot_img

এবার পশ্চিমাদের সতর্ক করলেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ও বিরোধীদের দ্বন্দ্বের জেরে ইউক্রেনের জন্য অর্থ সহায়তার অনুমোদন দিতে পারছে না মার্কিন কংগ্রেস। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন থেকেও তেমন আশার আলো দেখছে না ইউক্রেন। পশ্চিমাদের অর্থ ও সামরিক সহায়তার অভাবে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বেশ বেকায়দায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাই কোনো রাখঢাক ছাড়াই এবার পশ্চিমাদের সতর্ক করে তিনি বলেছেন, ইউক্রেনকে সহায়তা দেওয়া নিয়ে পশ্চিমাদের দ্বিধা-দ্বন্দ্ব রাশিয়াকে আরও শক্তিশালী করবে।

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই তিন বাল্টিক দেশ সফর করছেন জেলেনস্কি। বুধবার লিথুয়ানিয়া সফরের সময় পশ্চিমাদের উদ্দেশ্যে এমন সতর্কবার্তা দেন তিনি।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নওসেদারকে জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। তাই কিয়েভকে অবশ্যই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের পাশাপাশি গোলাবারুদের চাহিদা পূরণ করতে হবে।

গিটানাস নওসেদার সঙ্গে আলোচনা শেষে তিনি বলেন, আমরা প্রমাণ করেছি রাশিয়াকে থামানো যেতে পারে। তাদের প্রতিরোধ করা সম্ভব। ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তার বিষয়ে অংশীদারদের অস্বস্তি শুধু রাশিয়ার সাহস ও শক্তিমত্তা বাড়াবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, তিনি (রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) এই যুদ্ধ শেষ করবেন না যতক্ষণ না আমরা সবাই মিলে তাকে শেষ না করি। তার পরের টার্গেট হতে পারে লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া বা মলদোভা।

গত অক্টোবরে কংগ্রেসের কাছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইউক্রেন, ইসরায়েল ও মার্কিন সীমান্ত প্রাচীর নির্মাণের জন্য প্রায় ১০৬ বিলিয়ন ডলারের বরাদ্দ চায়। তবে রিপাবলিকানদের বাধায় তা কংগ্রেসে পাস হয়নি। এ ছাড়া ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের ৫০ বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজে হাঙ্গেরি ভেটো দিলে সেটাও আটকে যায়।

জবা/এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর