সোমবার, মে ২০, ২০২৪
spot_img

সেই শ্রীলংকা এবার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াচ্ছে

শ্রীলংকা বলতে সবার আগে যে চিত্র ভেসে ওঠে তা হলো আন্দোলন আর বিক্ষোভে উত্তাল একটি দেশ। এর বাইরে হয়তো অনেকে দেশটিকে কল্পনা করে থাকেন হাহাকার আর মুদ্রাস্ফীতির দেশ হিসেবে। দেউলিয়া হওয়ার পর বর্তমানে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শ্রীলংকা। দেশটি নতুন বছরে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) ডেইলি মিরর অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির অর্থ প্রতিমন্ত্রী রনজিত সিয়ামবালাপিতিয়া বলেন, ২০২৪ সালের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ১০ হাজার রুপি বাড়ানোর প্রস্তাবনা করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে পাঁচ হাজার রুপি বাড়ানো হয়েছে, যা জানুয়ারি মাস থেকে কার্যকর করা হয়েছে।

তিনি বলেন, বেতন বৃদ্ধির অংশ প্রথম ধাপে শিক্ষকদের দেওয়া হয়েছে। ট্রেজারি বিভাগ ইতোমধ্যে এটি ছাড় করেছে।

দেশটির প্রেসিডেন্ট সরকারি কর্মজীবীদের দুরবস্থার বিষয়ে বিশেষ নজর দিয়েছেন। এ জন্য তিনি ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দেশটিতে অবশ্য এপ্রিলে বেতন বাড়ানোর বিষয়টি কার্যকর করার কথা ছিল। তবে রাষ্ট্রপতির অনুরোধের পর সরকার বিশেষ আর্থিক ব্যবস্থাপনায় কাজ শুরু করেছে এবং জানুয়ারি থেকেই এটি কার্যকর করেছে।

মন্ত্রী জানান, শিক্ষা খাতে সরবরাহের পর খাতভিত্তিক নিরাপত্তা স্বাস্থ্যসহ অন্যান্য খাতের সরকারি কর্মীদের মাঝে অর্থছাড় করা হবে। দেশটিতে ১৪ লাখ সরকারি চাকরিজীবী রয়েছেন।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর