শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
spot_img

ভারতে আনা হলো সোমালি জলদস্যুদের

সাগরে জাহাজ ছিনতাইয়ের অভিযোগে বিচারের মুখোমুখি আটক ৩৫ সোমালি জলদস্যুকে ভারতের মুম্বাই বন্দরে আনা হয়েছে। ভারতীয় নৌবাহিনী কর্তৃক একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধারের কয়েক দিন পর তাদের ভারতে আনা হলো। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, উদ্ধার অভিযানের নেতৃত্বদানকারী যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা শনিবার ভোরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে নোঙর করেছে।

উত্তর আরব সাগরের সোকোত্রার পূর্ব উপকূলীয় এলাকা থেকে গত ডিসেম্বরে মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন ছিনতাই করে নিয়ে যায় সোমালি জলদস্যুরা। এরপর থেকে কয়েক মাস জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে রেখে সাগরে জলদস্যুতা করে আসছিল তারা। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানায়, সোমালিয়া উপকূলে বাংলাদেশের পতাকাবাহী কার্গো জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করতে এই জাহাজটি ব্যবহার করে থাকতে পারেন জলদস্যুরা।

গত ১৭ মার্চ সোমালিয়া উপকূল থেকে প্রায় ২৬০ নটিক্যাল মাইল দূরে জাহাজটির নিয়ন্ত্রণ নেয় ভারতীয় নৌ কমান্ডোরা। এ সময় জাহাজে থাকা ১৭ নাবিককে উদ্ধার করেন তারা। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে মিয়ানমারের ৯ জন, বুলগেরিয়ার সাতজন এবং অ্যাঙ্গোলার একজন ছিলেন।

এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর