বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img

বৃষ্টির আশায় নবাবগঞ্জে ইস্তিসকার নামাজ আদায়

আবদুর রাজ্জাক, দিনাজপুর: সারাদেশের ন্যায় টানা কয়েকদিনের প্রচন্ড তাবদাহে জনজীবন বিপর্যস্ত। প্রখর রোদ আর প্রচন্ড গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। বৈরী আবওয়ায়র কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন শিশু, বৃদ্ধ সহ সব বয়সের মানুষ। ফলে তাপদাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রান মুসল্লীরা।

স্থানীয় আলেম ওলামা সমাজের উদ্যোগে দিনাজপুরের নবাবগঞ্জে শনিবার বেলা ১১ টায় উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ গ্রহন করেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা। সালাতুন ইস্তিসকার নামাজের তাৎপর্য তুলে ধরে বয়ান করেন এবং নামাজ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মারকাস মসজিদের খতিব।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর