রবিবার, মে ১৯, ২০২৪
spot_img

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশটির পতাকা উত্তোলন করলো ছাত্রলীগ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার (৬ মার্চ) সকালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জানানো হয় এই সংহতি। দলীয় নেতাকর্মী ছাড়াও কর্মসূচিতে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা।

সকাল থেকেই ফিলিস্তিন আর বাংলাদেশের পতাকা হাতে মধুর ক্যান্টিনে জড়ো হতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল কমিটির নেতাকর্মীরা অংশ নিলে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা আন্দোলনে উত্তাল হয়ে ওঠে।

পরে মধুর ক্যান্টিনের সামনে থেকে সকাল সাড়ে ১১টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা। পতাকা হাতে সেই মিছিল প্রদক্ষিণ করে ক্যাম্পাস এলাকা। মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এসময় ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন স্লোগানও দেন অংশগ্রহনকারীরা।

কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষণার অংশ হিসেবে সারাদেশে একযোগে এই পতাকা উত্তোলন কর্মসূচী পালন করা হয়। এর আগে রোববার (৫ মে) পতাকা উত্তোলনের এই ঘোষণা দেন সংগঠনটি সভাপতি ও সাধারণ সম্পাদক।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর