বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
spot_img

পুলিশ ফাঁড়ির পতিত জমিতে শীতকালীন সবজি চাষ

সাজেদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী  নৌ-পুলিশ ফাঁড়ির পতিত জমিতে শীতকালীন সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছে গোবিন্দাসী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. কামাল হোসেন। নৌ-পুলিশ ফাঁড়ি সেজেছে শীতকালীন সবজি তে।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এর উদ্যোগে এবং পুলিশ সদস্যদের সহযোগিতায় নৌ-পুলিশ ফাঁড়ি ভবনের সামনে ৫ শতাংশ পতিত জমিতে চাষ করা হচ্ছে এ সকল শীতকালীন সবজি।

শীতকালীন সবজি চাষ

এই নৌ-পুলিশ ফাঁড়িতে সরজমিনে গিয়ে দেখা যায়, নৌ-পুলিশ ফাঁড়ির মূল ভবনের সামনে প্রতিত জমি চাষের উপযোগী করে শীতকালীন সবজি ফুলকপি, মুলা, পালন শাক, টমেটো, আলু, পেঁয়াজ, ও মরিচ সহ লাগানো হয়েছে । এছাড়া নানান ধরনের সবজির মাচা ও তার মধ্যে, লাউ ও সিম উল্লেখযোগ্য । এছাড়া এই বাগানের এক পাশে লাগানো হয়েছে, আম,পেয়ারা, লেবু সহ নানান ধরনের ফলোজ উদ্ভিদের গাছ।

নৌ-পুলিশ ফাঁড়ির কর্মরত কনস্টেবল মোঃ সাফায়েত হোসেন এর সাথে কথা বলে যেটি জানা গেল,তার অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে গড়ে উঠেছে এই বাগান। অনান্য পুলিশ সদস্য সকলে মিলে পরিচর্যা করে এই বাগানের এবং তারা নিয়মিত খাবারের তালিকায় ব্যবহার করে এ বাগানে উৎপাদিত টাটকা সবজি।

পুলিশ ফাঁড়ি জামে মসজিদ এ নামাজ পড়তে আসা মুসল্লিরা বলেন, পুলিশ সদস্যদের এই ধরনের উদ্যোগে আমারা নিজেরা বাগান করতে অনুপ্রাণিত হয়েছি। এছাড়া এই বাগান দেখতেও খুব সুন্দর লাগে।

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোঃ কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কোন জমি পতিত রাখা যাবে না, তার ধারাবাহিকতায় আমরা এই পুলিশ ফাঁড়িতে পতিত ৫ শতাংশ জমিতে সবজি বাগান করার উদ্যোগ গ্রহণ করি।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর