নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। একযোগে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে সর্বমোট ২২ টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে দুপুর একটা পর্যন্ত “এ” (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষায় নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কলা ভবন, বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন ও নব নির্মিত একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ১ শত ৯৭ জন। এরমধ্যে উপস্থিতির সংখ্যা ৮ হাজার ৪০৫ জন। অনুপস্থিত ছিল ৭৯২ জন। উপস্থিতির হার ৯১.৩৮ শতাংশ।
ভর্তি পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর কেন্দ্র পরিদর্শন করেন। পূর্ব নির্দেশনা অনুসরণে তিনি কোনো পরীক্ষার হলে প্রবেশ করেননি। এছাড়া তিনি আগত অভিভাবকদের সাথেও মতবিনিময়ও করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা, ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জালাল উদ্দিন, কর্মকর্তা পরিষদের সভাপতি মোকারেরম হোসেন মাসুমসহ আরও অনেকে।
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, “ভর্তি পরীক্ষা গ্রহণ করার সময় আমরা সবার সহযোগিতা পেয়েছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের এই পরীক্ষা একটি জাতীয় পরীক্ষা। আমরা এই কেন্দ্রকে আস্থার কেন্দ্র হিসেবে এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত একটি সময়ের মধ্যে আনরা টিমওয়ার্ক করে কাজগুলো সম্পন্ন করেছি। পরীক্ষা শুরু হওয়ার পর শিক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয়,দলবেঁধে বা একা কাউকে কেন্দ্রে প্রবেশ করে, ছবি তোলা, প্রশ্ন করা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিব্রত না করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।”
এছাড়াও এদিন বিকাল ৩.৩০ টা থেকে ৪.৩০টা পর্যন্ত নতুন অ্যাকাডেমিক ভবনে এ ইউনিটের আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আগামী ০৩ মে শুক্রবার ১১টা থেকে ১২টা পর্যন্ত “বি” (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা ও ১০ মে শুক্রবার ১১ টা থেকে ১২টা পর্যন্ত “সি” (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। “বি” (মানবিক) ইউনিটের পরীক্ষায় ৮ হাজার ১শত ৩৮ জন ও “সি” (বাণিজ্য) ইউনিটের পরীক্ষায় ১ হাজার ১শত ৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।
এসএ