ইবি প্রতিনিধি: দেশব্যাপী ১৪১ টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল (ভোট গ্রহণের দিন) বুধবার (০৮ মে) বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম।
মঙ্গলবার (৭ মে) দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রণায়ের স্বারক নং ০৫.০০.০০০০.১৭৩.০৮.০২০.২৪.৫৩, ০৬ মে ২০২৪ তারিখ মোতাবেক ১৪১ টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন আগামীকাল বুধবার (৮ মে) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় উক্ত নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় বুধবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে।
তবে অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে।
প্রসঙ্গত, আগামীকাল ছুটির সময়সূচি অনুযায়ী বাস চলাচল করবে।
রবিউল আলম/এস আই আর