রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
spot_img

সিআরসি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইদ উপহার বিতরণ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সি আর সি) এর কেন্দ্রীয় শাখার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইদ বিতরণ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত ঐক্যমঞ্চ রুমে এ আলোচনা সভা সম্পন্ন হয়।

ইদ উপহার বিতরণ

সংগঠনটির সভাপতি মোঃ-শাহীদ কাওসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা এবং ইবি শিক্ষক সমিতির সদস্য ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো: মাজেদুল হক নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন সিআরসির সাবেক সাধারণ-সম্পাদক
মাহবুবুর আকাশ এবং উম্মে হাবিবা হ্যাপি, ঐক্যমঞ্চের আহ্বায়ক রাবেয়া সহ সংগঠনটির সদস্যবৃন্দ।

এসময় ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান বলেন, সিআরসি সংগঠনটা শুনেছি কিন্তু সরাসরি যুক্ত ছিলাম না। আমিও চেষ্টা করব পথশিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। এটা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তাৎপর্য রয়েছে। এভাবে পথশিশুদের পাশে থাকায় সাদুবাদ জানাচ্ছি এবং সংগঠনে আরও উত্তরোত্তর সফলতা কামনা করছি।

ইবি শিক্ষক সমিতির সদস্য ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো: মাজেদুল হক নয়ন বলেন, কতটুকু পারি সেটা ভাবার বিষয় না, কতটুকু চেষ্টা করি সেটা ভাববার বিষয়। আমরা শিক্ষক, আমরা ছাত্র, আমাদের আয় ব্যয়ের একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতার মাঝেও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমরা প্রতিবারের ন্যায় এধরনের কর্মসূচি হাতে নিয়েছি। বিভিন্ন সময় শীতবস্ত্র, ইফতার মাহফিল, খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমাদের আনন্দ, দুঃখ, বেদনা টুকু তাদের সাথে শেয়ার করি। আমি চাই যে যাদের রিসোর্সে ভালো অবস্থান, সেবা দেওয়ার এবিলিটি রয়েছে তারা যেন আমাদের সাথে যুক্ত হয়।

রবিউল আলম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর