বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

বেরোবি শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-রংপুর মহাসড়কে তীব্র যানজট

বেরোবি প্রতিনিধি: কোটা বিরোধী আন্দোলনে সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল করে জারি করা ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে আজ শনিবার পদযাত্রা এবং রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি), রংপুর এর সাধারণ শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বঙ্গবন্ধু ম্যুরাল থেকে সকাল ১১:৩০ এ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর এর প্রবেশদ্বার মডার্ন মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে। যার ফলে মহাসড়‌কের কয়েক‌ কি‌লোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলন এ অংশ নেওয়া ইইই ১২ তম ব্যাচের শিক্ষার্থী মো: আরাফাত ইসলাম বলেন দেখুন, বর্তমান সরকার ক্ষমতায় আসার সাথে সাথে বাংলাদেশ কে ডিজিটাল বাংলাদেশ তৈরির ঘোষণা দিয়েছিলো এবং পৃথিবীর বুকে বাংলাদেশ কে উন্নয়নের রোল মডেল বানাতে চেয়েছিলো। কিন্তু এই সময়ে এসে আমাদের কোটা নিয়ে আন্দোলন করতে হচ্ছে কারন কোটা দিয়েই অধিকাংশ চাকরী বাজার পরিচালিত। এতে করে দেশের মেধাবী শিক্ষার্থীরা বিপাকে পড়ছে। কঠোর পরিশ্রম করেও দিনের পর দিন চাকরী না পেয়ে হতাশায় জীবনে শেষ করছে। অন্যদিকে মেধার অবমূল্যায়ন করার ফলে দেশে দূর্নীতি, অনিয়ম সহ নৈরাজ্য তৈরি হচ্ছে। দেশ মেধাহীন হচ্ছে।

তাই বাংলাদেশকে রোল মডেল বানাতে গেলে অবশ্যই কোটা প্রথা বাতিল করতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি, উনি বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ থেকে যেনো সকল প্রকার অনিয়ম দুর্নীতি এবং নৈরাজ্য তুলে দিয়ে দেশকে মেধাবীদের মিলনমেলায় পরিনত করেন।

গণিত ১২ তম ব্যাচের শিক্ষর্থী জিহাদ ইসলাম বলেন, সারা পৃথিবী যেখানে বৈষম্যকে না বলে এগিয়ে যাচ্ছে সেখানে আমরা কোটা বৈষম্যের মাধ্যমে পিছিয়ে যাচ্ছি। ৭১ এ এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, সেখানে চাকরিতে, বিশ্ববিদ্যালয় ভর্তিতে কোটার বৈষম্য রেখে ৭১ এর চেতনাকেই ভুলে যাচ্ছি। কোটা এখন মেধাবীদের গলার ফাসি হয়ে দাড়াচ্ছে। পরিশেষে আমরা মুখে সাম্যের বুলি আওরালে এখন সময় এসেছে সাম্যের বাংলাদেশ গড়ার।

বাংলা ১৪ তম ব্যাচের মো: জাকির জিম বলেন, এই বৈষম্যমূলক কোটা প্রথা মানি না। কোটার কারণে মেধাবীরা সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে পর্যন্ত কোটা ঠিক ছিল। নাতি-নাতনি বিষয়টা অযৌক্তিক।

এ সময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। আমার দেশ আমার মা, কোটা বৈষম্য মানবো না।আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, কোটা না মেধা! মেধা মেধা স্লোগানে উত্তেজিত হয়ে উঠে মডার্ন মোড়।

বেরোবির কোটা আন্দোলনের সংগঠক বলেন পরবর্তী তাদের আন্দোলনের কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।

মেহেদী হাসান রাকিব/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর