বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

ক্ষমা চাওয়ার পরেও উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চায় ববি শিক্ষার্থীরা

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীদের একাংশ। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে পদত্যাগ করার আল্টিমেটাম দেয় তারা। সোমবার বেলা ১টায় ক্যাম্পাসের একাডেমিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে সমাবেশ করে শিক্ষার্থীরা।

১৭ আগস্ট (শনিবার) এক আলোচনা সভার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি ও প্রক্টর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সশরীরে শিক্ষার্থীদের পাশে থাকতে না পারার কারনে এবং তাদের ভুলের জন্যে ক্ষমা প্রর্থনা করেন। এতে সাধারণ শিক্ষার্থীদের দেওয়া ২২টি শর্তের মাধ্যমে তারা স্বপদে বহাল থাকেন। তবে এরপর থেকে আলোচনা সভা সম্পর্কে নানান গুন্জন শোনা যায়। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক ভিত্তিক ” লিংকার্স” নামক গ্রুপে অনেক শিক্ষার্থীরা পোষ্টের মাধ্যমে অভিযোগ করেন তারা জানতেন না এই আলোচনা সম্পর্কে। এরই পেক্ষিতে সাধারণত শিক্ষার্থীদের একাংশ আন্দলোন করে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রদক্ষিন করে ভিসি বাংলোতে অবস্থান নেয় পরে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে ফিরে আসে এবং ভিসি ও প্রক্টর বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এসময় শিক্ষার্থীরা জানান, বর্তমান ভিসি এবং প্রক্টর ছাত্র আন্দোলন চলাকালীন নানাভাবে শিক্ষার্থীদের হয়রানি করেছে। এমনকি তাদের বিরুদ্ধে দুর্নীতি – অনিয়মের নানা অভিযোগ থাকলেও সবসময় ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের তাঁবেদারি করার কারণে কোনো প্রশ্নের সম্মুখীন হন নি। এই ভিসি এবং প্রক্টর যতদিন শিক্ষার্থীদের ঘারে চেপে থাকবে ততদিন সত্যিকারের স্বাধীনতার স্বাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে না।
সমাবেশে শিক্ষার্থীরা আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো চলতো বরিশাল সিটি করপোরেশন সাবেক দুই মেয়রের কথায় আবার কখনো চলতো সদর সাংসদের কথায়। বিশ্ববিদ্যালয়ের ভিসি – প্রক্টর সহ অনেক শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের চাইতে আওয়ামীলীগের নেতাদের বাসায় বেশি দেখা যেতো। এসব বিষয় কখনোই সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নেয় নি। তাদের দুজনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল স্তরে আওয়ামীলীগের শাসনামলে নিযুক্ত ব্যক্তিদের গণপদত্যাগের সম্মুখীন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে আইন বিভাগের সিরাজুল ইসলাম, মার্কেটিং বিভাগের মোঃ সিহাব ইংরেজি বিভাগের মিজানুর রহমান মিজান,ইতিহাস বিভাগের মোশারফ হোসেন,বাংলা বিভাগের মোঃ আশিক আহমেদ প্রমুখ বক্তব্য দেয়।সমাবেশ শেষে শেষে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

সাইফুল/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর