বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

প্রশাসনিক শূন্যতায় নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সংকট চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চ পর্যায়ের অর্থাৎ উপাচার্য ও কোষাধ্যক্ষ পদ শুন্য থাকায় ব্যাহত হচ্ছে প্রশাসনিক এবং শিক্ষা কার্যক্রম।

গত শনিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরী সাধারণ সভার সিদ্ধান্ত ১ (খ)’তে এই কথা উল্লেখ করা হয়। সেদিন বেলা ২:০০ টায় অনলাইনে শিক্ষক সমিতির এক জরুরী সাধারণ সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তুষার কান্তি সাহা। সভায় গৃহিত সিদ্ধান্তের ১ (ক)’তে সকল বিভাগীয় প্রধানকে একাডেমিক কমিটির সভার মাধ্যমে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। তবে পরদিনই অনলাইন ক্লাসের বিরোধীতা করে আন্দোলনে নামে নজরুল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। স্বশরীরে ক্লাসে ফিরতে চায় বলে দাবি জানায় তারা। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ পূণরায় জরুরি সভায় অনলাইন ক্লাস বন্ধ ও অফলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়।

এদিকে সিদ্ধান্ত ১ (খ)’তে উল্লেখ করা হয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সংকট চলছে, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চ পর্যায়ের অর্থাৎ উপাচার্য ও কোষাধ্যক্ষ পদ শুন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে পত্র প্রেরণের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বর্তমানে উপাচার্য বিহীন নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার, প্রক্টর, সহকারি প্রক্টর, বিভিন্ন হল প্রভোস্ট, জনসংযোগ দপ্তরসহ প্রশাসনিক পদগুলো শূন্য থাকায় এই সংকট আরও প্রকট হয়ে উঠছে বলে মন্তব্য করেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। ফলে প্রশাসনিক শূন্যতায় ক্যাম্পাসে বাড়ছে ‘শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি’।
প্রক্টরিয়াল বডি সহ প্রশাসনের কেউ না থাকায় সৃষ্টি হচ্ছে নানান জটিলতা। মধ্যরাতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে হলের সিট নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার খবরও জানা যায়। এতে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। প্রশাসকবিহীন এই অবস্থায়  নিজেদের জন্য ক্যাম্পাসকে অনিরাপদ বোধ করছেন বলে জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

এরইমধ্যে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর ক্লাসে ফিরেছে শিক্ষকরা। শিক্ষার্থীদের তেমন উপস্থিতি না থাকলেও স্বল্প পরিসরে প্রায় সকল অনুষদেই ক্লাস শুরু হয়েছে।

মো. সাইফুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর