বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

যবিপ্রবির শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মকর্তারা নিরাপত্তার এক দফা দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত শুক্রবার (২৩ আগস্ট) যশোরের মনিহার বাস টার্মিনালে যবিপ্রবির জিইবিটি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আহানাফ তাহমিদ বাধন বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাস সুপারভাইজার ও তার সহযোগীদের দ্বারা গলায় চাকু মেরে জখম হন। সন্ধ্যার পর ঘটনাস্থলে মানববন্ধনের পর রাত এগারোটার দিকে দুষ্কৃতিকারীদের একজনকে পুলিশ গ্রেপ্তার করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের বাসে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে যবিপ্রবির শিক্ষক ড. আমজাদ হোসেন বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সব সময় তাদের পাশে থাকব। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষার্থে সবাইকে একতাবদ্ধ হতে হবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হোসাইন বলেন, শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে আমরা রাস্তা অবরোধ করে আন্দোলনে নামব।

মানববন্ধনে উপস্থিত জিইবিটি বিভাগের এক শিক্ষার্থী বলেন, “আমরা স্যারদের হস্তক্ষেপ চাই। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবো এবং ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

সেফা খানম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর