সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

নওগাঁয় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: সম্প্রতি ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতার ওপর ধারাবাহিক আক্রমণ এবং সাংবাদিকদের প্রতি অব্যাহত হুমকির বিষয়টি তীব্র নিন্দার সঙ্গে তুলে ধরেন। তাঁরা বলেন, সম্প্রতি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে সংঘটিত সন্ত্রাসী হামলা দেশের গণমাধ্যমের জন্য একটি গভীর উদ্বেগজনক ঘটনা। এই হামলা শুধু একটি মিডিয়া গ্রুপের ওপর নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপরই আঘাত।

বক্তারা দাবি করেন, হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধ করা যায়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক সভাপতি কায়েস উদ্দিন, নবীর উদ্দিন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ এস এম রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, চ্যানেল 24 এর স্টাফ করেসপন্ডেন্ট হারুন-অর-রশিদ চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টিভির প্রতিনিধি বাবুল আক্তার রানা, বাংলানিউজ২৪ এর জেলা প্রতিনিধি তৌহিদ ইসলামসহ জেলার আরও অনেক গণমাধ্যমকর্মী।

বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে, যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই স্তম্ভকে দুর্বল বা নত করতে চায়, তারা দেশ ও জাতির শত্রু। বক্তারা এও উল্লেখ করেন যে, গণমাধ্যমের ওপর আঘাত আসলে সাধারণ মানুষের বাকস্বাধীনতার ওপর আঘাত। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার প্রচেষ্টা রাষ্ট্রীয় গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে।

তাঁরা আরও বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর সন্ত্রাসী হামলা কেবলমাত্র একটি আলাদা ঘটনার অংশ নয়, বরং সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে যেসব সহিংসতা ও নিপীড়নের ঘটনা ঘটছে, তারই ধারাবাহিক উদাহরণ। এই ধরনের হামলার ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এটি মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং এর ফলে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা বাধাগ্রস্ত হচ্ছে। সম্মিলিতভাবে এই ধরনের অপশক্তিকে প্রতিহত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও দাবি করেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি না ঘটে এবং সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন। তারা এ ঘটনাকে স্বাধীন গণমাধ্যমের বিরুদ্ধে একটি চক্রান্ত হিসেবে উল্লেখ করেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় নওগাঁর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও একাত্মতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনাকে রুখে দিতে সক্রিয় ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন।

মোঃ এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর