বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img

মাঠ সংস্কার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগে তালা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাঠ সংস্কার ও ক্রীড়া বিষয়ক বিভিন্ন দাবি নিয়ে শারীরিক শিক্ষা বিভাগে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগে উপস্থিত হয়ে বিভাগের অতিরিক্ত পরিচালক মো: জিয়া উদ্দিন মন্ডলের সাথে দেখা করতে গেলে, তার রুম তালাবদ্ধ দেখতে পান। দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা জানান, জিয়া উদ্দিন মন্ডল অর্ধ কার্যদিবসের পর অফিস ছেড়ে চলে গেছেন।

এরপর শিক্ষার্থীরা মো. জিয়া উদ্দিন মন্ডলের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও, তা সফল হয়নি। যোগাযোগে ব্যর্থ হয়ে এক পর্যায়ে শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা বিভাগের দরজায় অতিরিক্ত তালা লাগিয়ে দেন।

এ বিষয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, “আমরা দীর্ঘদিন ধরে মাঠ সংস্কারসহ অন্যান্য ক্রীড়া সুবিধার উন্নয়নের দাবি জানিয়ে আসছি। কিন্তু এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় আমরা বাধ্য হয়েছি এমন পদক্ষেপ নিতে।”

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী পিয়াস কবীর বলেন, শারীরিক শিক্ষা বিভাগের নাজমুল স্যার ছুটিতে গিয়েছেন। রানা স্যার কোথায় ওনারা কেউ জানেন না। জিয়া স্যার ক্যাম্পাসে থাকার পরেও ওনাকে যখন বার বার ফোন দেওয়া হলো উনি আসেননি। যেহেতু ওনারা কেউ অফিস করতে পারবেন না বা আসতে পারবেন না তাহলে অফিসের তো কোন দরকার নাই। তাই তালা দেওয়া হয়েছে।

ফোকলর বিভাগের শিক্ষার্থী আজিজুল হক তপু বলেন, মাঠ সংস্কারের জন্য একটা বড় বরাদ্দ ছিলো, সেই টাকাটা কীভাবে খরচ করলো সেটা জানতে চাই।

উল্লেখ্য গত ৫ সেপ্টেম্বর নজরুল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবীর। অসুস্থতাজনিত ছুটির কারণ দেখিয়ে বর্তমানে তিনিও দপ্তরে অনুপস্থিত। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মো. সাইফুল ইসলাম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর