নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যৌতুকের জন্য স্বামীর দেওয়া কেরোসিনের আগুনে ফজিলাতুন নেছা নামে এক গৃহবধুর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি ও শিক্ষার্থীরা।
আজ দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা এ ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ তাদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পরিবারের সদস্যরা জানান- যৌতুক বাবদ সাড়ে ৩ লাখ টাকার জন্য ওই গৃহবধূকে প্রায় শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন তার স্বামী গোলাম রাব্বানী ও তার পরিবারের সদস্যরা। এ অবস্থায় গত ২৭ আগস্ট সকালে আবারও তাকে যৌতুকের টাকার জন্য মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৮দিন পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মো: এ কে নোমান/ এমএ