বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
spot_img

হাবিপ্রবিতে আন্ত:অনুষদীয় হ্যান্ডবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রকৌশল অনুষদ

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আন্ত:অনুষদীয় হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৪এ চ্যাম্পিয়ন হয়েছে প্রকৌশল অনুষদ।

বুধবার (২ অক্টোবর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-২ এ কৃষি অনুষদ ও প্রকৌশল অনুষদ মুখোমুখি হয়। এতে কৃষি অনুষদকে ৪-২ গোলে হারিয়ে বিজয়ী হয় প্রকৌশল অনুষদ।

খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় প্রকৌশল অনুষদ। বিরতির পর গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠে কৃষি অনুষদ। এসময় উপর্যুপুরি ৩ গোল হজম করতে হয় কৃষি অনুষদকে। শেষ অবধি ২ গোল পরিশোধ করতে সক্ষম হয় কৃষি অনুষদ।

টুর্নামেন্টে সর্বোচ্চ ৯ গোল করে প্লেয়ার অব দ্যা টুর্নামেন্টে হয়েছেন কৃষি অনুষদের শাহরিয়ার বসুনিয়া সানি।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের জরুরী ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, শরীরচর্চা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহবুব উল আলম ও সাধারণ শিক্ষার্থীরা।

কামরুল হাসান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর