নীলফামারী প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মিঠুনের নেতৃত্বে নীলফামারী সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজে শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও রাষ্ট্র গঠনের ২৩ দফা পৌঁছে দিয়েছেন।
সোমবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় নীলফামারী সরকারি কলেজ চত্বরে লিফলেট বিতরণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক, অধ্যাপিকা সহ কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি শ্রী মিঠুন কুমার দাস, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আল মামুন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক
মোঃ রুবেল আমিন, নীলফামারী জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, নীলফামারী সরকারি কলেজ ছাত্রদল এর ভারপ্রাপ্ত আহবায়ক রাজু পারভেজ, সদস্য সচিব পায়েলুজ্জামান রকসি যুগ্ম প্রমুখ।
এছাড়া সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিএনপির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন।
সেলিম রেজা/এমএ