বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
spot_img

ন্যায্যমূল্যে শাকসবজি বিক্রির উদ্যোগ ববি শিক্ষার্থীদের

ববি প্রতিনিধি: সবজি ব্যবসায়ীদের সিন্ডিকেটের ভাঙ্গতে বাজারের ন্যায্যমুল্যে সবজি বিক্রির উদ্যোগ নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজম সাধারণ শিক্ষার্থী। সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে ববির ভোলা রোগ সংলগ্ন বাজারে তাদের এই কার্যক্রম শুরু করেন। স্বল্পমূল্যে সবজি পাওয়ায় দোকানে অনেক মানুষের ভিড় এবং আগ্রহ দেখা গেছে প্রচন্ডভাবে।

দোকানে নিত্যপ্রয়োজন অনুসারে বিভিন্ন পন্য উঠানো হয়। পণ্যের মধ্যে লাউ সাইজ অনুযায়ী ৩৫ থেকে ৫০ টাকা, করলা কেজি ৫০ টাকা, পেঁপে কেজি ৩৫ টাকা, পটল কেজি ৫০ টাকা, মূলা প্রতি কেজি ৩০ টাকা, লাফা কেজি ৫৫ টাকা, কুমড়া কেজি ৫৫ টাকা, লেবুর হালি ১৫ টাকা, জলপাই কেজি ৩৫ টাকা, শাকের আঁটি ১৫ টাকা, কাঁচা মরিচ কেজি ১২০ টাকা, শিম কেজি ১২০ টাকা, ধনিয়া পাতা ১১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

উদ্যোক্তা মমিনুল ইসলাম রানা জানান, “বর্তমানে বাজার মূল্য আসলে অনেক বেশি। বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের কারণে সবজি কিনতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ নাজেহাল হয়ে যায়। সেই কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আমরা সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি, বাজার সিন্ডিকেট ভাঙার উদ্দেশ্য কৃষক থেকে যে দামে বা আরত থেকে যে দামে মাল কিনবো সেই দামেই আমরা ক্রেতাদের হাতে তুলে দেয়ার সীদ্ধান্ত নিয়েছি”।

দোকানে থাকা একজন ক্রেতা জানান, বাজারে স্বল্পমূল্যে সবজি বিক্রি করলে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করতে পারবে না তাই শিক্ষার্থীদের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। সাধারন মানুষ এখান থেকে কম দামে সবজি কিনবে পারবে। সিন্ডিকেট থাকলে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হয়, এমন উদ্যোগ নেওয়া হয়ে সেটা আর হবে না।

এছাড়াও অনেক ক্রেতা ন্যায্যমূল্যে মাছ, মাংস, ডিম আনার কথাও বলেন।

সাইফুল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর