জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন কলা ভবনের সামনে রিকশা এক্সিডেন্টে মারা গিয়েছেন একজন নারী শিক্ষার্থী।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রিকশায় এক্সিডেন্ট করলে তিনি গুরুতরভাবে আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে জাবি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর নাম আফসানা রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম আবর্তনের একজন শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের একজন আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫৩তম আবর্তনের শিক্ষার্থীরা নতুন কলা ভবন এলাকায় বিক্ষোভ মিছিল ও এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাচ্ছে।
মোঃ আরিফ হোসেন/এমএ