বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
spot_img

আইনজীবী সাইফুল হ’ত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি: চট্টগ্রামে ইসকন কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ ও হিন্দুত্ববাদী চরমপন্থি সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন হল হয়ে চোরঙ্গী দিয়ে ছাত্রী হল ঘুরে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

মিছিলে ‘হিন্দু-মুসলিম ভাই ভাই, ইসকনের ঠাই নাই’, ‘ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘উকিল মরে আদালতে, এই সরকার কী করে’, ‘ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী আনজুম শাহরিয়ার বলেন, আবহমানকাল ধরে চলে আসা হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন। এই ইসকনের নেতা চিন্ময় প্রভু বলেছেন, তারা আওয়ামী লীগকে শক্তিশালী করতে চায়। কোনো উগ্রবাদী সংগঠনকে নতুন বাংলাদেশে আমরা দেখতে চাই না। সরকারের কাছে এদেরকে নিষিদ্ধের দাবি জানাই এবং আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আবদুর রশিদ জিতু বলেন, সকলের আশা আকাঙ্ক্ষার অন্তবর্তীকালীন সরকারের কাজে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ফ্যাসিস্টের দোসররা। পতিত শক্তির যেকোনো ষড়যন্ত্র, যেকোনো কূটকচাল এদেশের ছাত্রসমাজ রুখে দিতে প্রস্তুত আছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার চূড়ান্ত বিচারের পূর্ব পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে।

আরিফ হোসেন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর