হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( হাবিপ্রবি) অন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতা ‘বিজ মাষ্টার সিজন ৩’ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ২ তে এই প্রতিযোগিতার আয়োজন করে স্কিল ডেভলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের ব্যবসায়িক দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। এটি শিক্ষার্থীদের যোগাযোগ, দলগত কাজ এবং উদ্যোক্তা হিসেবে দক্ষতা বৃদ্ধির একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
দুইটি পর্বে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের বিশ্লেষণী ও কৌশলগত দক্ষতা যাচাই করা হয়। প্রথম পর্বে ৫০ টির অধিক দল অংশগ্রহণ করে। এতে বিচারকের দায়িত্ব পালন করেন বহুজাতিক কোম্পানির ইন্ডাস্ট্রি এক্সপার্টগণ।চূড়ান্ত পর্বে ১০ টি দলের প্রতিযোগীদের সাত মিনিটের মধ্যে ‘খাবোকই’ নামে একটি প্রস্তাবিত অনলাইন রেস্টুরেন্ট খোঁজার সেবার ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন অনুষদের শিক্ষকগণ।
ফলপ্রসু ব্যবসায়িক সমস্যার সমাধান দিয়ে গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হন টিম আর্গোনাটস। প্রথম রানারআপের পুরস্কার পান টিম এলিট এক্সিকিউটরস, এবং দ্বিতীয় রানারআপ হন টিম বাজ বিল্ডার্স। ২৫,০০০ টাকার প্রাইজমানি এবং পুরস্কার দলগুলোর মধ্যে দেওয়া হয়।
স্কিল ডেভলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ এর সভাপতি সাইফুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে এনালাইটিক্যাল এবেলিটি, ক্রিটিক্যাল থিংকিং এবং বিজনেস আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো বিকল্প নাই। কেইস সলভিং প্রফেশনাল লাইফের সাথে সরাসরি জড়িত তাই আমরা সবসময় শিক্ষার্থীদের উৎসাহিত করি বিভিন্ন কেইস সলভিং কম্পিটিশনে যোগ দিতে এবং ক্লাবের সদস্যদেরকে বছরজুড়ে বিভিন্ন সেমিনার,কর্মশালার মাধ্যমে এসব বিষয় শিখানো হয়।
কামরুল হাসান/এমএ