বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
spot_img

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১১টা থেকে দেড় ঘন্টা লিখিত ও এমসিকিউ পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৭২০ জন পরীক্ষার্থী।

পরীক্ষা শুরুর পূর্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা ব্যবস্থাপনা ও নিরাপত্তা যাচাই করেন।

‘খ’ ইউনিটে কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন বিষয়সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেওয়া পরীক্ষার্থী সংখ্যা ছিল ২ হাজার ৭২০ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বরিশালসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। শনিবার, ২৪ ফেব্রুয়ারি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘গ’ ইউনিটে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪৭৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন। আগামী ১ মার্চ একই কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ২ হাজার ২৩৭ জন পরীক্ষার্থী।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর