সোমবার, মে ২০, ২০২৪
spot_img

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা পরিচয়ে প্রতারণা, অবশেষে গ্রেফতার

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকার জুটন মিয়া। থাকেন কামরাঙ্গীরচর এলাকায়। এই জুটন মিয়া বিভিন্ন জনের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে আসছিলেন। এসব পরিচয় ব্যবহার করে তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়। আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু জুটন ছিলেন পলাতক। অবশেষে সেই প্রতারক জুটনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের হাজারীবাগ থানা পুলিশ।

বুধবার কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ।

তিনি জানান, প্রতারক জুটন মিয়া নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে এবং ছবি দেখিয়ে আঃ রাজ্জাক রাজন নামের এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময় প্রতারণা করে ৭০ লাখ টাকা হাতিয়ে নেয়। বিষয়টি বুঝতে পেরে প্রতারণার শিকার আঃ রাজ্জাক সিলেটে মহানগর ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে একটি মামলা করেন।

ওসি আরো জানান, আদালত আসামি জুটনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বুধবার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুটনকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর