সোমবার, মে ২০, ২০২৪
spot_img

ধামইরহাটে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে ৩ জনকে আটক

মোঃ এ কে নোমান, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে “তরুণ ও যুব সমাজের মূল্যবোধের অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ”- পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ০৩ (তিন) সদস্যকে মঙ্গলবাড়ী বাজার থেকে আটক করেছে র‌্যাব-৫।

আটককৃত আসামীরা হলো যথাক্রমে ধামইরহাট উপজেলার মুকুন্দপুর গ্রামের শ্রী নৃপেন্দ্র নাথ সরকারের ছেলে শ্রী নিত্য সরকার এবং অপর দুই জন পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার সদর উপজেলার বিল্লা গ্রামের আজিজুল ইসলামের ছেলে শহিদ হোসেন ও দোগাছি গ্রামের আবু হানিফের ছেলে সিফাত হোসেন (১৮) কে আটক করা হয় ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় মঙ্গলবাড়ী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককৃত সিপিইউ, মানিটর, হার্ডডিস্ক, কিবোর্ড, মাউস, মোবাইল ইত্যাদি

র‍্যাব আরও জানায়, আটককৃত আসামীগণ নওগাঁর জেলার ধামইরহাটের মঙ্গলবাড়ী বাজারস্থ তাদের নিজস্ব দোকানের নিজ নিজ কম্পিউটার এর হার্ডডিস্কে থাকা অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের (পেনড্রাইভ, মেমোরিকার্ড) ইত্যাদির মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষ-জন ও কিশোর এবং স্কুল পডুয়া ছাত্রদের কাছে এসব পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত।

বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দল অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সরবরাহের বিষয়টি তদন্ত শুরু করে এবং তদন্তে এর সত্যতা পায়। পরবর্তীতে ঐ মঙ্গলবাড়ী বাজারস্থ তাদের নিজ দোকানে অভিযান পরিচালনা করে উক্ত পর্নোগ্রাফি ব্যবসায়ীদেরকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামইরহাট থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর