শুক্রবার, মে ১৭, ২০২৪
spot_img

চিলমারীতে প্রায় ৪শ বছরের কালের সাক্ষী ‘মসজিদেরপাড় মসজিদ’

কুড়িগ্রাম চিলমারী উপজেলায় প্রায় ৪শ বছরের ইতিহাস ঐতিহ্য হিসেবে আজও দাঁড়িয়ে আছে মসজিদের পাড় জামে মসজিদ। এটি চিলমারী উপজেলার প্রথম মসজিদ বলে এলাকা বাসীর ধারণা। চিলমারী সদর থেকে প্রায় ২কি.মি. উত্তরে থানাহাট ইউনিয়নের মসজিদের পাড় গ্রামে মসজিদটি অবস্থিত।

৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটি স্থাপত্য শিল্পের অসাধারণ নির্দশন।৪০ ফুট দৈর্ঘ্য, ২০ ফুট প্রস্থের এই মসজিদে দুই কাতারে ৪০ জন মুসল্লী নামাজ আদায় করেন।মসজিদটির সামনে ৩টি দরজা, উত্তর এবং দক্ষিণ মুখে ২টি জানালা আছে।

দিন দিন মুসল্লীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০১৪ সালের মাঝামাঝি সময়ে এলাকা বাসীর উদ্যোগে পুরনো মসজিদটি ঠিক রেখে তার সাথে বৃদ্ধি করে নতুন সংস্করণ করা হয়।

এলাকাবাসীর ধারণা পুরনো এই মসজিদটি সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করা হলে তা দেখতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসবেন।

আর আই এন

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর