মোঃ সোহাগ আরেফিন,গুরুদাসপুর(নাটোর): নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণ করার অভিযোগে তিনটি গুড় কারখানাকে ৪ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণের যৌথ দল।
মঙ্গলবার(১৩ফেব্রুয়ারী) সকাল ১১টা হতে দুপুর ২টা পযর্ন্ত উপজেলার চাঁচকৈড় পুড়ান পাড়ায় তিনটি গুড় কারখানায় ওই অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসান তানভীর ও র্যাব-৫ কমান্ডার সঞ্জয় কুমার সরকার। কাররখানা তিনটি হাজী আব্দুল আজিজ সোনার,মুক্তার হোসেন ও ভাই ভাই এন্টারপ্রাইজ।
ভোক্তা অধিকারের কর্মকর্তা মো,মেহেদী হাসান তানভীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণের যৌথ দল উপজেলার চাঁচকৈড় পুড়ানপাড়ায় এ অভিযান পরিচালনা করে। এসময় ভেজাল গুড় ক্রয়,অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে গুড় তৈরি ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি গুড় কারখানাকে আর্থিক ৪লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে হাজী আব্দুল আজিজ সোনার গুড় কারখানাকে ২লাখ ৫০ হাজার টাকা, মুক্তার হোসেন গুড় কারখানাকে ২৫ হাজার টাকা ও ভাই ভাই এন্টারপ্রাইজ গুড় কারখানাকে ১ লাখ ৯০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। পরবর্তীতে তিন কারখানা মালিককে সতর্ক ও এধরনের অপরাধ না করার মুচলেকা নেওয়া হয়। তিনি আরও জানান, দিনব্যাপি আমাদের এ অভিযান চলমান রয়েছে।
আর আই এন