শুক্রবার, মে ১৭, ২০২৪
spot_img

প্রধানমন্ত্রীর জনসভায় শাম্মী-পঙ্কজ সংঘর্ষ, নিহত ১ আহত ৩৫

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভার মাঠে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদের সমর্থকদের সঙ্গে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সিরাজ সিকদার (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি প্রতিপক্ষের হামলায় নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত সিরাজ হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের অনুসারী বলে জানা গেছে। তবে নিহত সিরাজকেও শাম্মীর অনুসারী বলে দাবি করেছে তার গ্রুপের লোকেরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর শাম্মী আহমেদ ও পঙ্কজ দেবনাথের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩৫ নেতাকর্মী আহত হন। এদের মধ্যে ১৫ জনকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ নাথের সমর্থকরা মিছিল নিয়ে জনসভাস্থলে ঢুকছিলেন। আগে থেকে অবস্থান নেওয়া শাম্মী অনুসারীরা তাদের লক্ষ্য করে বোতল নিক্ষেপ করে। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তখন তারা লাঠি দিয়ে পিটিয়ে ৩৫ জনকে আহত করেন। মারামারির মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েন সিরাজ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেবাচিম হাসপাতালে ভর্তি নেতাকর্মীরা হলেন, হোসেন ব্যাপারী, আলামিন সিকদার, ইয়াসিন ব্যাপারী, হাসান ব্যাপারী, খোরশেদ মাতবর, রফিক খন্দকার, সেকেন্দার কাজী, রুহুল আমিন দেওয়ান, শিপন হাওলাদার, নয়ন হাওলাদার, ধলু বেপারী, শিপন মাতুব্বর, সোহাগ সরদার, মাইদুল কাজী ও শিশু সিয়াম সিকদার।

এ বিষয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ বলেন, আমার লোকজন যখন জনসভা মাঠে প্রবেশ করে তখন হামলা হয়েছে। জনসভা মাঠে লাঠি ও রড কোথায় পেল? পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

তবে শাম্মী আহম্মেদ বলেন, সিরাজ কৃষক লীগের ওয়ার্ড সভাপতি। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কোনো লোক তার (পঙ্কজ) সঙ্গে নেই। আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ। তাদের ওপর হামলা হয়েছে। এতে সিরাজ নিহত হয়েছে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামরুজ্জামান তুহিন ঢাকা মেইলকে বলেন, একজনকে নিয়ে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবুও সন্দেহের কারণে আমরা লাশ মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আরিচুল হক ঢাকা মেইলকে বলেন, সিরাজকে যিনি হাসপাতালে নিয়ে এসেছেন তিনি জানিয়েছেন, জনসভার মাঠে অসুস্থ হয়ে পড়েন সিরাজ। তখন তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

প্রসঙ্গত, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বরিশাল-৪ আসনে নৌকার প্রার্থী ড. শাম্মীর প্রার্থিতা বাতিল হয়েছে। তবে তিনি আপিল করেছেন উচ্চ আদালতে, যা এখনো ঝুলে রয়েছে। অন্যদিকে বর্তমান সংসদ সদস্য পংকজ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ওই আসনে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর