বুধবার, মে ৮, ২০২৪
spot_img

সংসদের প্রথম অধিবেশনের দিনে মাঠে নামছে বিএনপি 

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকাসহ দেশব্যাপী কালো পতাকা মিছিল করবে বিএনপি। নিত্যপণ্যের চড়া দাম হ্রাস, ডামি সংসদ বাতিল ও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এ কর্মসূচি দিয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা দলটি। গত ২৭ জানুয়ারি একই দাবিতে ঢাকায় বিএনপির এক কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশ থেকে ওই কর্মসূচি দেওয়া হয়।

বিএনপি জানায়, দেশের সকল মহানগরের থানায় থানায়, সকল জেলা সদর, সকল উপজেলা সদর ও সকল পৌরসভায় কালো পতাকা মিছিলের কর্মসূচি পালিত হবে। রাজধানীতে ঢাকা মহানগর বিএনপির দুই কমিটির উদ্যোগে পৃথক সাতটি স্থানে কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বশেষ প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগরের সকল থানা বিএনপির সাথে ভার্চুয়ালি বৈঠক করে দলটি।

এদিকে সংসদ অধিবেশন থাকায় এরই মধ্যে সংসদ ভবনসহ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশসহ মিছিল-শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। তবে এর মধ্যেই সোমবার ঢাকা মহানগর পুলিশকে চিঠি দিয়ে রাজধানীর পৃথক সাতটি স্থানে কালো পতাকা মিছিলের বিষয়টি অবহিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বিএনপি।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর