সোমবার, মে ২০, ২০২৪
spot_img

প্রভাবশালী দেশ ইরানে সরাসরি হামলা চালানোর দাবি মার্কিন সিনেটরদের

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের ভেতরে সরাসরি হামলা চালানোর দাবি তুলেছেন মার্কিন সিনেটররা। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর রোববার প্রথমবারের মতো তিন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। এরপরই তারা এমন দাবি করছেন। খবর আলজাজিরার।

এক এক্সবার্তায় টেক্সাসের সিনেটর জন কর্নিন বলেন, ‘টার্গেট তেহরান।’ এমন পোস্ট দেওয়ার পর তিনি ব্যাখ্যা করে বলেছেন, তিনি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের ওপর হামলা চালানোর কথা বলেছেন। সেই হামলা হবে প্রতিরোধের উদ্দেশ্যে। ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ জড়ানোর উদ্দেশ্যে নয়।

দক্ষিণ ক্যারোলিনার লিন্ডসে গ্রাহাম প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি ইরানের ভেতরে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আহ্বান জানিয়েছেন। আরকানসাসের টম কটন বলেছেন, তিনি ইরান ও মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে চরম সামরিক প্রতিশোধ দেখতে চান।

রোববার সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ২৫ জন সেনা আহত হয়েছেন। গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে এই প্রথম এ অঞ্চলে কোনো মার্কিন সেনা নিহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামলাটি ‘ইরান-সমর্থিত কট্টর জঙ্গিগোষ্ঠী’ চালিয়েছে। এই হামলার জবাব দেবে যুক্তরাষ্ট্র।

গত ১৭ অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন হামলার কবলে পড়েছেন মার্কিন সেনারা। তবে এর আগে কেউ নিহত হননি। অবশ্য আগের হামলাগুলো ইরাক ও সিরিয়ায় হয়েছে।

হামাস ও ইসরায়েল যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্র বলে আসছে, এ যুদ্ধ অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ুক, তা তারা চায় না। তবে জর্ডানে মার্কিন সেনাদের নিহত হওয়ার বিষয়টি মধ্যপ্রাচ্যের সংঘাতের গুরুতর ইস্যু হয়ে উঠতে পারে বলে জানিয়েছে সিএনএন।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর