শনিবার, জুন ২১, ২০২৫
spot_img

আমিরকে দলে ফেরাতে যে সতীর্থ ‘বড় ভূমিকা’ রেখেছেন

প্রায় সাড়ে চার বছর পর অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের জার্সিতে একটি ম্যাচও খেলেছেন এই পেসার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমিরের দলে ফেরায় বড় ভূমিকা রেখেছে এক সতীর্থ। তিনি পাকিস্তানের সদ্য সাবেক হওয়া টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

সম্প্রতি পিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘সকল কৃতজ্ঞতা (আমাকে ফেরানোয়) পিসিবির ম্যানেজমেন্ট, শাহিনের (আফ্রিদি) প্রতি। তারা আমার ওপর আস্থা রেখে দলে ফিরিয়েছে এবং তার প্রতিদান দিতে আমি কিছুটা চাপ অনুভব করছি।

জাতীয় দলে ফেরার অনুভূতি জানিয়ে এই পাক পেসার আরও বলেন, ‘সম্ভবত ৪ বছর পর ফিরেছি এবং যখন আপনি নিজের দেশকে প্রতিনিধিত্ব করবেন, এটি সত্যিকারভাবে ভিন্ন অনুভূতি। মনে হচ্ছে নিজের অভিষেক সিরিজ খেলতে নেমেছি।’ 

আমির বলেন, ‘২০০৯ সালে প্রথম পাকিস্তানের হয়ে খেলা শুরু করি এবং ওই বছরই আমরা বিশ্বচ্যাম্পিয়ন হই। এরপর ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠি এবং চ্যাম্পিয়ন হই আমরা। আবারও ছোট সময়ের একটি লক্ষ্যকে সামনে রেখে পিসিবি আমাকে ফিরিয়েছে, সেটি হচ্ছে বিশ্বকাপ (টি-টোয়েন্টি)।’ 

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর