সোমবার, মে ২০, ২০২৪
spot_img

সাকিবের আউটে তামিমের ব্যাঙ্গাত্মক উদযাপন নিয়ে যা বললেন মুশফিক

বাংলাদেশের ক্রিকেটের বড় দুই আইকন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে এই দুজনের অবদান অসামান্য। বিপিএলে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল এই দুই তারকার দল যেখানে সাকিবের রংপুর রাইডার্সের কাছে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারে হেরেছে তামিমের ফরচুন বরিশাল।

বরিশালের হয়ে গতকাল আগে ব্যাত করতে নেমে ব্যাট হাতে দারুণ কিছুর আভাস দিয়েছিলেন তামিম। ১৯ বলে ৩৩ রান করে ঝড়ো ইনিংসের আভাস দিচ্ছিলেন তিনি। কিন্তু ইনিংসে সাকিবের প্রথম ওভারের প্রথম বলেই ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। এরপর ব্যাট হাতে ২০ ওভারে ১৫১ রানের সংগ্রহ গড়ে বরিশাল।

বরিশালের দেয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল রংপুরের হয়ে ঝড়ো ইনিংস খেলেছেন সাকিবও। ১৫ বলে ২৯ রান করে মীদী মিরাজের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। এদিকে সাকিবের আউটের পর তামিম যেভাবে উদযাপন করেছেন তাঁর ভিডিও এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। সাকিবকে ব্যাঙ্গাত্মকভাবে অনুকরণ করেই তামিম এমন উদযাপন করেছেন বলেও ধারণা করছেন ক্রিকেটপ্রেমীরা।

এদিকে এ বিষয়ে গতকাল ম্যাচ শেষে প্রশ্ন করা হয়েছিল বরিশালের আরেক তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকেও। জবাবে তিনি বলেন, ‘(সাকিবের আউটের পর) তামিমের উদ্‌যাপন সত্যি কথা আমি দেখিনি। একটা ব্যাটসম্যান আউট হয়েছে, আমি দেখছিলাম ক্যাচটা হয়েছে কি না। এরপর পরবর্তী ব্যাটসম্যান কে আসবে, পরিকল্পনা কী হবে, সেটা নিয়ে ভাবছিলাম। সত্যি কথা, আমি (তামিমের উদ্‌যাপন) দেখিনি। এখন বললেন, তাহলে গিয়ে হাইলাইটস দেখতে হবে।’

এদিকে গতকাল ব্যাট হাতে দুর্দান্ত শুরুর পরও তামিম আউট হয়েছেন ম্যাচে সাকিবের করা প্রথম বলেই। এক্ষেত্রে দুজনের মাঝের বৈরিতা কোণও প্রভাব ফেলেছে কি না তা নিয়ে মুশফিক বলেন, ‘এর আগে কি সাকিবের বলে তামিম আউট হয়নি? বা সাকিবের বলে তামিম ছক্কা মারেনি? (হাসি) এটা কিছু না। এটা যদি আপনারা ওভাবে (দুজনের বৈরিতা) দেখেন, তাহলে হতে পারে। আর যদি না দেখেন, তাহলে ক্রিকেটের একটা নলেজের ব্যাপার।’

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর