সোমবার, মে ২০, ২০২৪
spot_img

সিরিজ বাঁচানোর ম্যাচে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

দশ বছর পর প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। মাঝে বেশ কয়েকবার বাংলাদেশে এলেও পূর্ণাঙ্গ সিরিজ খেলা হয়নি। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় দুই দলের কাছেই এই সিরিজের গুরুত্ব অপরিসীম। যেখানে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে আজ বুধবার ফের মাঠে নামবে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই নাজমুল হাসান শান্তর দলের সামনে। রুত্বপূর্ণ এই ম্যাচে টাইগারদের একাদশ কেমন হতে পারে তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছে।

আজ ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি অবশ্যই ব্যাটিং। তবে গত বছরটায় বাংলাদেশের পেসাররা যেভাবে উন্নতি করেছে, তাতে তাদের ওপরও ভরসা রাখতে হয়। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুতে শরিফুল ইসলাম-তাসকিন আহমেদরা ঠিকই এনে দেন মোমেন্টাম। সেটি ধরে রাখতে পারলে সেই ম্যাচের চেহারাই বদলে যেত।

এমতাবস্থায় সিরিজে ফিরতে হলে আজ জিততে হবে টাইগারদের। শেষ তিনটা টি-টোয়েন্টি সিরিজে জয় পাওয়া বাংলাদেশের জন্য যা বড় চ্যালেঞ্জ। কেননা প্রথম ম্যাচে লঙ্কানরা দেখিয়েছে তাদের শক্তিমত্তার গভীরতা। যা ভয়ের কারণ শান্ত বাহিনীর।

পুরো ২০ ওভার বল করেও তিনটা উইকেটের বেশি নিতে পারেননি শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদরা। রান বিলিয়েছেন অকাতরে। শেখ মেহেদীও ছিলেন নিস্প্রভ। ব্যাট হাতে ২০০ পেরোলেও জাকের আর মাহমুদউল্লাহ ছাড়া রান পাননি আর কেউ, ৮ উইকেট হারায় দল।

ফলে টপ অর্ডারকেও নিতে হবে দায়িত্ব। বিপিএলে ছন্দে থাকা লিটন দাস, তাওহিদ হৃদয়, সৌম্য সরকারদের খেলতে হবে দায়িত্ব নিয়ে। মোমেন্টামের পাশাপাশি ক্রিকেট যে দলগত খেলাও। যেটা বারবার মনে করিয়ে দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ফলে খানিকটা দ্বিধায় বাংলাদেশ। সম্ভাবনা আছে একাদশে পরিবর্তনের। যদিও হাতে নেই পর্যাপ্ত বিকল্প, তবে মোস্তাফিজের বদলে তানজিম সাকিবকে দেখা যেতে পারে একাদশে। রিশাদের জায়গা নিতে পারেন তাইজুল ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, জাকের আলি, শেখ মেহেদী, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম সাকিব।

এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর