মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
spot_img

কিশোরগঞ্জের পাকুন্দিয়া মাদক বিরোধী কর্মসুচি পালিত

স্টাফ রিপোর্টার: “মাদককে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধকল্পে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক বিরোধী গণসেচতনতা মূলক র‍্যালি করেছে সুখিয়া ইউনিয়নের হরশি পঞ্চগ্রামের সচেতন নাগরিক সমাজ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় পঞ্চগ্রাম ছাত্র যুব সমাজের উদ্যোগে এ কর্মসুচির আয়োজন করা হয়। এ সময় র‍্যালিটি হরশি পঞ্চগ্রাম প্রদক্ষিণ করে হরশি ঈদগাহ মাঠে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, মোস্তাফা কামাল মামুন, আজিজুর রহমান, ওবাইদুর রহমান ,কৃষিবীদ শফিকুল ইসলাম সহ আরোও অনেকে।

মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে চেয়ারম্যান আবদুল হামিদ বলেন, যারা মাদক সেবন এবং ব্যবসায়ীর সাথে জড়িত, তাদের সত্যতা প্রমাণ হলে তাদের বিরুদ্ধে সামাজিক বিচার শেষে প্রশাসনের নিকট হস্তান্তর করা হবে বলে ঘোষণা দেন। এ ছাড়াও ইভটিজিং বাল্যবিবাহ সমাজের অপকর্মের বিরুদ্ধে হুশিয়ারি দেন তিনি।

এ সময় বক্তারা আর বলেন, মাদকদ্রব্য সমাজের জন্য একটি বড় অভিশাপ। মাদকাসক্তি ক্রমান্বয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এখনি এটিকে কঠোর হাতে দমন করতে না পারলে ভবিষ্যতে আরো ভয়াবহ আকার ধারন করবে। তাই বর্তমান ও পরবর্তী প্রজন্মকে মাদকাসক্তির ভয়ংকর থাবা থেকে সচেতন ও মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী গণসচেতনতা তৈরির লক্ষ্যে আমরা এ আন্দোলন শুরু করেছি। সবাইকে সঙ্গে নিয়ে এই কার্যক্রম আমরা চলিয়ে যাবো। বক্তারা মাদক নিয়ন্ত্রনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হওয়ার আহবান জানান।

আশিকুর রহমান মাহফুজ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর