স্টাফ রিপোর্টার: কোটা সংস্কারের এক দফা দাবিতে মাদারিপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রায় ২ ঘণ্টা মাদারিপুর-শরিয়তপুর সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটে নাকাল হতে হয়েছে যাত্রীদের।
বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১০ জুলাই) সকাল ১০ টার দিকে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা মাদারিপুর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে থেকে মাসুম বিল্লাহ, ইসরাফিল হাওলাদার, আসিফ ওমর জুনায়েদ, নেয়ামত উল্লাহ, মাজহারুল নবীন সহ সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে মাদারিপুর- শরিয়তপুর মহাসড়ক অবরোধ করে তারা যান চলাচল বন্ধ করে দেয়।
এতে সড়কের উভয় পাশে অন্তত ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আটকা পরেন হাজার হাজার যাত্রী। দুপুর ১২ টায় তারা অবরোধ তুলে মাদারিপুর সরকারি কলেজ এর ক্যাম্পাস এ অবস্থান করে।
আশিকুর রহমান মাহফুজ/এস আই আর