বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

বাগেরহাটে ৪ দফা দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেল ৩ টায় দশানি এই অবস্থান কর্মসূচি পালন করে। এর আগে বিশাল এক মিছিল দশানি ট্রাফিক মোড় থেকে শুরু করে খুলনা বাগেরহাট আঞ্চলিক সড়কে কোর্ট চত্বরের সামনে থেকে প্রদক্ষিণ করে আবার দশানি ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। এরপর ট্রাফিক মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা অপু খান, বাগেরহাট জেলার ছাত্র নেতা আব্দুল্লাহ, মীর সাব্বির, খাইরুল বাসার, সোহেল রানা প্রমূখ।

বক্তারা বলেন, ছাত্র জনতা মাঠে বৈষম্যের বিরুদ্ধে দাড়িয়েছে। যেখানে বৈষম্য সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে। কেন্দ্র থেকে ৪ দফা দাবি যত সময় না পূরণ করবে সরকার তত সময় আন্দোলন করে যাবে। যারা ছাত্র সহ সাধারণ জনগণকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।যে আইনশৃঙ্খলা কর্মকর্তারা নির্বিচারে জনগণকে হত্যা করেছে তাদের ও আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে। স্বৈরাচারী সরকারের দোসরা সাধারণ মানুষের উপর যে অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সাথে সাধারণ শিক্ষার্থীর ও সাধারণ জনগণ একসাথে অবস্থান কর্মসূচি পালন করেন।

এম এস খালিদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর