সোমবার, মে ২০, ২০২৪
spot_img

আদমদীঘিতে শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া): বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় আজ  সকাল থেকে চলমান মৃদু শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষনা করা হয়েছে।

আজ (২৩ জানুয়ারি) মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান ছুটির ঘোষণা দেরিতে আসায় অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকগণ আজ সকালে এসে ছুটির বিষয়ে জানতে পেয়ে ঘুরে যান। 

এ বিষয়ে বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী জানান, রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগ থেকে পাঠানো এক বার্তায় চলমান মৃদু শৈত্য প্রবাহের কারণে আজ মঙ্গলবার বগুড়া জেলার সব উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক এবং মাদ্রাসার সকল প্রকার একাডেমিক কার্যক্রম  সাময়িক বন্ধ রাখার জন্য স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান গণের কাছে বার্তা প্রেরণ করা হয়েছে।  

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈাফিক আজিজ জানান, উপজেলার সব মাধ্যমিক স্কুল মৃদু শৈতপ্রবাহ কারনে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সান্তাহার হার্ভে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা খানম জানান, গতকাল রাতে এক বার্তায় বিদ্যালয় বন্ধের বিষয়ে অবগত হয়েও  আজ মঙ্গলবার যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত  হয়েছি। অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে বিদ্যালয়ে আসার পরে জানতে পারে বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর