সোমবার, মে ২০, ২০২৪
spot_img

আদমদীঘিতে বৈদ্যুতিক সরঞ্জামাদীসহ আটক-২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের রেলওয়ে স্টেশন এলাকার পরিত্যক্ত জঙ্গল থেকে গতকাল রাতে বৈদ্যুতিক মিটার, মেইন সুইচ এবং তার উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় গভীর নলকুপের মিটার ও তার চুরির অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে মিটার চোর সনাক্ত করে বগুড়া জেলার সদর থানার নামুজা ইউনিয়নের টেংরা বাজার এলাকা থেকে গতকাল রাত সাড়ে ৮ ঘটিকায় মোমিন নামের চোর চক্রের এক সদস্যকে আটক করে। আটককৃত আব্দুল মোমিন (২২) বগুড়া জেলার সদর থানার নামুজা ইউনিয়নের সাদনা পাড়া গ্রামের সমিরুদ্দিনের ছেলে।  

এ বিষয়ে আদমদীঘি থানায় উপ-পরিদর্শক  নাজমুল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে আব্দুল  মোমিনের দেওয়া তথ্য অনুযায়ী রাত সাড়ে দশ ঘটিকার সময় আদমদীঘি থানার ছাতিয়ান গ্রাম বাজার এলাকা থেকে অপর আসামি মোমিন হোসেনকে পুলিশ আটক করে। মোমিন হোসেন (২৭) আদমদীঘি থানায় ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বাজার এলাকার কাচু মন্ডলের ছেলে। জিজ্ঞাসাবাদ তার দেওয়া বর্ণনা মতে আদমদীঘি থানাধীন ছাতিয়ান গ্রাম রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে পরিত্যক্ত জঙ্গলের ভেতর থেকে ওইরাতে একটি বৈদ্যুতিক মিটার, একটি বৈদ্যুতিক মেইন সুইচ এবং বৈদ্যুতিক তারের একটি ঝোপা উদ্ধার করে জব্দ তালিকায় দেখানো হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় চুরি মামলা দায়ের করে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।  

আবু বকর সিদ্দিক বক্কর/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর