সোমবার, মে ২০, ২০২৪
spot_img

আদমদীঘিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

উপজেলা প্রতিনিধি,আদমদীঘি (বগুড়া): বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল সাড়ে আট ঘটিকার সময় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

আজ (২৬ মার্চ) মঙ্গলবার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলা প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়। প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের পুষ্পস্তবক অর্পণের পর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা আ’লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। তারপর উপজেলার বিভিন্ন দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দ্বিতীয় পর্বে আইপিজে পাইলট হাই স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রসাশন, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার-স্কাউটস শিক্ষার্থীরা মনোমুগ্ধকর কুচকাওয়াজের মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন। তারপর মহান স্বাধীনতা দিবসের উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা নানান ধরণের নাটিকা প্রদর্শন করে।

এ সময় উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম চাপা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক, উপজেলা নির্বাহী প্রকৌশলী রিপন কুমার শাহা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খোন্দকার, সদর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান, ছাতিয়ান গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক আবু, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

আবু বকর সিদ্দিক বক্কর/এসএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর