সোমবার, মে ৬, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জনপ্রতিনিধি, ইমাম, কাজী, শিক্ষক ও ছাত্রী এবং সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

সোমবার বেলা ১১টায় সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়।

ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধে আয়োজিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতারসহ অন্যরা।

এসময় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, ইমাম, ছাত্রী ও শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হানিফ মেহমুদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর