শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
spot_img

বিশ্ব পরিবেশ দিবসে চাঁপাইনবাবগঞ্জে এসএসসি-৯৪ ব্যাচের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় গ্রীন নবাবগঞ্জ সরকারি কলেজ ও ভিউ উচ্চ বিদ্যালয়ে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে এসএসসি ৯৪ ব্যাচ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা৷

উদ্যোক্তারা জানান, পরিবেশ দিবসের তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে ও বৃক্ষরোপণে আগ্রহী করতেই এসএসসি-৯৪ ব্যাচের বন্ধুরা মিলে এমন উদ্যোগ নেয়। এসময় তারা দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ওষুধী গাছের চারা রোপন করেন। চলতি বর্ষায় ৩ হাজার গাছের চারা লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তারা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রোকসানা আহমদ, চাঁপাইনবাবগঞ্জ এসএসসি ৯৪ ব্যাচের প্রধান উপদষ্টো ও কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শহিদুল ইসলাম সরকার, উপদষ্টো ও জেলা যুবলীগের সদস্য জাইদুল ইসলাম লিটন, এডমিন আসাদুজ্জামান বকুল, কুমিল্লা জেলার ৯৪ এসএসসি ব্যাচের সদস্য সমাজসেবক মাহবুবুর রহমান, নাসিরুল হক, জোহরুল ইসলাম, আশরাফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

হানিফ মেহমুদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর