সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জে দেশের উন্নয়নে তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ ও বৈষম্য দূরকরনে করনীয় সভা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অংশগ্রহণ সক্রিয় করতে করনীয় এবং সেবা প্রাপ্তিতে বৈষম্য দূরীকরনে করনীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সামাজিক সংগঠন “বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন, রাজশাহীর আয়োজনে বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের সম্প্রদায় বাংলাদেশের মোট জনসংসখার একটি ক্ষুদ্র অংশ হলেও আবহমানকাল থেকে এই জনগোষ্ঠী অবহিলিত অবস্থায় আছে এবং নাগরিক সুযোগ সুবিধা থেকে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিদ্যামান। ২০১৪ সালের নভেম্বর মাসে এই জনগোষ্ঠীকে লিঙ্গ হিসাবে সরকার স্বীকৃতি দেয়। সেই সময়ের সমাজসেবা অধিদপ্তরের জরিপমতে বাংলাদেশে প্রায় ১০ লক্ষ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী বসবাস করে। 

তারা আরও বলেন, সরকার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। বিভিন্ন সরকারি সহযোগিতার পাশাপাশি তাদেরকে আশ্রয়ণ প্রকল্পের ঘর উপহার দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা তাদেরকে পারিবারিক অধিকার ফিরিয়ে দেয়া, মানবাধিকার পেতে সহায়তা করা ও আইনী সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। 

সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীসহ অন্যান্যরা।

হানিফ মেহমুদ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর