বুধবার, মে ১৫, ২০২৪
spot_img

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় এক প্রবাসী যুবকের মৃ’ত্যু

জেলা প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেল ব্রীজ এলাকায় ট্রেনের ধাক্কায় মুকুল হোসেন নামে (২৮) এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সকাল পৌনে এগারটার দিকে চিলাহাটি একপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটেছে।

নিহত মুকুল হোসেন (২৮) জেলার আক্কেলপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আক্কেলপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মুকুল হোসেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে কাজ করতো। প্রায় দেড় মাস আগে পরিবারের লোকজনের সাথে ঈদ করতে মালয়েশিয়া থেকে বাড়ি এসেছেন। আজ শুক্রবার সকালে একই উপজেলার গণিপুর গ্রামে খালার বাড়িতে ঈদের বাজার দিতে যায়। সেখানে ঈদের বাজার দিয়ে বাড়ি ফেরার পথে হলহলিয়া ব্রীজের কাছে রেল লাইন অতিক্রম করার সময় ঢাকা থেকে চিলাহাটিগামী আন্ত:নগর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় মুকুল হোসেন।

নিহতের খালা নাইচ আক্তার বলেন, আজ সকালে ভাগিনা মুকুল তাকে ঈদের বাজার দিয়ে বাড়ি যাচ্ছিল। আমার বাড়ি থেকে যাওয়ার কিছু পরেই খবর পাই তাঁর ভাগিনা রেল লাইনে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এ মৃত্যুর খবর যেন আমি মেনে নিতেই পারছিনা।

নিহতের বড় ভাই কাঁঠালবাড়ী মোড়ের মুদির ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, তার চোট ভাই মুকুল হোসেন মালয়েশিয়াতে কাজ করতো। সে প্রায় দেড় মাস আগে আমাদরর সাথে একসাথে ঈদ করবে বলে বাড়ি ফিরেছে। এর মাঝে তাকে বিয়ে দেওয়ার জন্য বউ খোঁজা হচ্ছে। সেই আনন্দ যেন নিমষেই বিষাদে পরিণিত হলো। খালাকে ঈদের বাজার দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোক্তার হোসেন বলেন, হলহলিয়া ব্রীজ এলাকায় ঢাকা থেকে চিলাহাটিগামী আন্ত:নগর ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এমন খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

মোঃ জয়নাল আবেদীন জয়/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর