সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
spot_img

নজরুল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার নেতৃত্বে সজীব ও সাব্বির

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভার ২১ সদস্যবিশিষ্ট ৯ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সাকিবুল হাসান সজীব ও সাধারণ সম্পাদক হয়েছেন সাব্বির মিয়া।

বুধবার (২৭ মার্চ) প্রথম আলো বন্ধুসভা, নজরুল বিশ্ববিদ্যালয় শাখার কমিটি হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠানে নতুন এ কমিটির ঘোষণা করেন বন্ধুসভার উপদেষ্টা মণ্ডলী। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান সজীব, এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাব্বির মিয়া।

কমিটির অন্য সদস্যারা হলেন, সহ সভাপতি আতিয়া শারমিলা আঁখি ও তৈয়বা নুসরাত মীম, যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার অমি ও তামান্না ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মোমেন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক তানজিনা ইসলাম ও আফরিন রহমান, অর্থ সম্পাদক মো. আকিব হাসান, দপ্তর সম্পাদক কর্ণজয় ত্রিপুরা, প্রচার সম্পাদক পুষ্পিতা শেখ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শ্রাবণী রানী সরকার, সাংস্কৃতিক সম্পাদক মিখা গান্দাই, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক মোছা. মারুফা ইয়াসমিন বিথী, প্রশিক্ষণ সম্পাদক সৃজণ আচার্য্য, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. শাকিল প্রধান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক পিয়াল সাহা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইসরাত জাহান আঁখি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তারান্নুম সাদিয়া রুবা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুম মিয়া, ম্যাগাজিন সম্পাদক অর্পিতা পাল, বইমেলা সম্পাদক রাকিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য লক্ষণ মণ্ডল নির্বাচিত হয়েছেন।

বন্ধুসভার উপদেষ্টা পরিষদে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. শেখ সুজন আলী, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম, থিয়েটার এন্ড পার্ফর্মেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আল যাবির, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক তারিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি, নজরুল বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি মেহেদী হাসান পল্লব ও সাবেক সাধারণ সম্পাদক তকিব হাসান।

নবনির্বাচিত সভাপতি সাকিবুল হাসান সজীব বলেন, সেচ্ছাসেবী কাজ এবং নিজের আত্মিক উন্নয়নে বন্ধুসভা কাজ করে থাকে। এই ধারাবাহিকতায় নতুন উদ্যমী বন্ধুদের নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা এগিয়ে যাবে। নতুন কমিটি বন্ধুসভাকে অনন্য মাত্রায় নিতে বদ্ধপরিকর।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া বলেন, আমার সবাই যদি বন্ধুসভাকে নিজের মধ্যে ধারণ করে সময়মতো নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ টা দিই , ইনশাআল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে ভালো একটা অবস্থানে যেতে পারব। স্বেচ্ছাসেবামূলক কাজের পাশাপাশি সকলের চাহিদা মাফিক সমসাময়িক সরকারি-বেসরকারি চাকরি ও ব্যাবসায়িক ক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নেও আমারা কাজ করব।

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

মো. সাইফুল ইসলাম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর