বুধবার, মে ২২, ২০২৪
spot_img

বুয়েটে ছাত্রলীগের গোপন মিটিং, শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্রলীগের গোপনে মিটিংয়ের প্রতিবাদে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ।

শুক্রবার (২৯ মার্চ) জুমার নামাজের পর দুপুর আড়াইটায় বুয়েটের শহীদ মিনার চত্বরে বুয়েটের হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।

জানা যায়, ২০১৯ সালে ৭ অক্টোবর বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ কে হত্যার পর থেকেই বুয়েটে ছাত্রলীগ সহ সকল দলের ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কিন্তু সুযোগ বুঝেই বুয়েটের শিক্ষার্থীদের চোখ ফাঁকি দিয়ে ক্যাম্পাসে গোপন মিটিং করে ছাত্রলীগ।এ বছর জানুয়ারির শুরুতে একবার গোপনে মিটিং করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। সেজন্য বৈঠকে উপস্থিত বুয়েট শিক্ষার্থীদের একাডেমিক বিভিন্ন গ্রুপ থেকে ব্যান করা হয়েছিল। পরে তারা ক্ষমা চেয়ে পার পায়।

গত ২৮ মার্চ রাত তিনটার দিকে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা আবার প্রশাসনের সহায়তায় ক্যাম্পাসে গোপন মিটিং করে। তাই ঘটনায় বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান এর ইন্ধন রয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। তবে আন্দোলনকারীরা এককভাবে গণমাধ্যমে মুখ খুলছেন না। বিকেলে চাকরির পরীক্ষা শেষ হলে আবারো আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর