নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে কোরবানির গরুর হাটের শেষ দিনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ক্রেতা-বিক্রেতারা পশু বেচাকেনা করছেন। আজ রবিবার (১৬ জুন) সকাল থেকে হাটে ভিড় জমেছে, ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে ব্যস্ত। বিক্রেতারা তাদের সেরা গরু, ছাগল, এবং ভেড়া বিক্রির জন্য হাটে এনেছেন। ধামইরহাটের সর্ববৃহৎ সাপ্তাহিক হাটে আজ এ দৃশ্য লক্ষ্য করা হয়।
বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, এ বছর গরুর দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের আগ্রহ কমেনি। বিক্রেতারা বলেন, “গরুর খাদ্য ও পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। তবে আশা করছি শেষ দিনে ভালো বিক্রি হবে।”
ক্রেতাদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ। স্থানীয় ক্রেতারা জানান, “প্রতি বছরই এই হাট থেকে গরু কিনি। এবার গরুর মান ভালো, তাই দাম বেশি হলেও কিনতে আপত্তি নেই।”
এদিকে হাটের নিরাপত্তা ব্যবস্থাও ছিল বেশ কড়া।পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যাতে হাটে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে।
সার্বিকভাবে, ধামইরহাটের কোরবানির গরুর হাটের শেষ দিনটি ছিল উৎসবমুখর। ক্রেতা-বিক্রেতার উচ্ছ্বাস এবং হাটের প্রাণচঞ্চল পরিবেশ এই দিনটিকে বিশেষ করে তুলেছে। ধামইরহাটের মানুষ সারাবছর এই দিনটির অপেক্ষায় থাকে এবং এই হাট তাদের ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে।
মো: এ কে নোমান/এমএ